কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই পাঁচ সময়ে চুপ থাকুন

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২০:১৯

সব সময় যে কথা বলতেই হবে, এমন কোনো কথা আছে? বলা হয়, যখন আপনি জেনে যাবেন যে কখন নীরব থাকাই শ্রেয়, এর মানে আপনি মানুষ হিসেবে পরিণত (ম্যাচিউর)। পারস্যের কবি জালাল উদ্দিন রুমি বলেন, আপনার মুখের কথা যখন নীরবতা থেকে শ্রেয় হবে, কেবল তখনই আপনি বলবেন। আপনার যে শব্দমালা সাদা কাগজের থেকে সুন্দর হবে, কেবল সেটাই আপনি লিখবেন। জেনে নেওয়া যাক, কোন পাঁচ সময়ে চুপ থাকাই ভালো।


১. যখন আপনি পুরো ঘটনাটা জানেন না। একটা ঘটনার অনেকগুলো পক্ষ, প্রেক্ষাপট থাকে। আপনি যদি পুরোটার ওপর আলো ফেলতে না পারেন, তাহলে চুপ থাকাই শ্রেয়।



২. আপনি যখন খুব আবেগঘন মুহূর্তে আছেন, এমন সময় কিছু না বলাই শ্রেয়। যখন আপনি অনেক রেগে আছেন, অনেক হতাশ অথবা অনেক খুশি—এমন সব মুহূর্ত কথা বলার জন্য এড়িয়ে চলুন, নিজেকে সামলে নিন। কেননা, এই মুহূর্তে আপনি যা বলবেন, আপনি যা করবেন, সম্ভাবনা আছে যে এর জন্য আপনি পরে পস্তাবেন।



৩. আপনার কথায় যদি অন্য কেউ কষ্ট পায়, তাহলে বরং চুপ করে থাকুন। আপনার কথায় যদি বন্ধুত্ব নষ্ট হয়, তাহলে কথাটা না হয় না–ই বললেন! আপনার কথার কারণে যদি অন্য কেউ বিপদে পড়ে, তাহলে কথাটা বলবেন কি না, আরেকবার ভাবুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে