টুম রেইডার গেম প্রকাশিত
টুম রেইডার গেম প্রকাশিত
সর্বকালের অন্যতম জনপ্রিয় ভিডিও ও কম্পিউটার গেম টুম রেইডার মুক্তি পায়। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চলা প্রথম সংস্করণের নাম ছিল ‘লারা ক্রফট: টুম রেইডার’। ভিডিও নির্মাতা ব্রিটিশ প্রতিষ্ঠান কোর ডিজাইন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই গেম তৈরি করে। এই গেমের কেন্দ্রীয় চরিত্রে আছে এক নারী—লারা ক্রফট।
প্রথম টুম রেইডার তৈরি হয়েছিল ১৯৯৪ সালে। তবে মুক্তি দেওয়া হয় দুই বছর পর। এরপর মোটামুটি প্রতিবছরই নতুন নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে এই গেমের। ২০২২ সাল পর্যন্ত সাড়ে ৯ কোটি কপি টুম রেইডার বিক্রি হয়েছে। গেমটির মূল চরিত্র লারা ক্রফট হয়ে উঠেছে কিংবদন্তির এক চরিত্র। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও ওয়াক অব গেম—দুটিতেই স্থান করে নিয়েছে টুম রেইডার সিরিজ। চলতি বছর টুম রেইডার রিলোডেড ও দি লারা ক্রফট কালেকশন—এ দুটি সংস্করণ প্রকাশিত হয়েছে। আগামী বছর প্রকাশিত হবে টুম রেইডার ১-৩ রিমাস্টারড গেম।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিডিও গেমস
- ভিডিও গেম
- নতুন গেম