সুপ্রিম কোর্টে পাকিস্তান আমলের সিন্দুকে যা পাওয়া গেল
ঢাকা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৭:৪৮
সুপ্রিম কোর্টের হিসাব শাখার প্রায় ৫৫ বছরের পুরোনো দুটি লোহার সিন্দুক খোলা হয়েছে। সিন্দুক দুটিতে নগদ টাকার বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরোনো চিঠি, সিল মোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যায়।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটারের সাহায্যে সিন্দুক দুটি খোলা হয়। এ সময় উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।
সুপ্রিম কোর্টের কিপার বশির আহমেদ হিরা বলেন, “সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সিন্দুকের লোহার অবকাঠামো নিলামকারী নিয়ে যাবেন। আমাদের ধারণা, সিন্দুক দুটি ১৯৬৭ সালের দিকের হবে। ওই সময় থেকে সিন্দুকে গুরুত্বপূর্ণ নথি রাখা হতো।”