কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে আরও

দেশ রূপান্তর প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৭:১৪

বিধিনিষেধ ও ডলার সংকটের কারণে বিভিন্ন পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা কমছেই। চলতি বছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে ৪৭ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ভোজ্য তেলের আমদানি ঋণপত্র। একই সময়ে শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল, মধ্যবর্তী পণ্য এবং জ্বালানি তেল সবকিছুরই এলসি খোলা ও নিষ্পত্তি আগের চেয়ে কমছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


ব্যবসায়ীরা বলছেন, দেশে ভোগ্যপণ্যের চাহিদা কমেনি, বরং ডলারের মূল্যবৃদ্ধিসহ নানান সিন্ডিকেটের দৌরাত্ম্যে অস্বাভাবিক মূল্যে পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এমন পরিস্থিতির মধ্যেই ডলার সংকটসহ নানা কারণে ভোগ্যপণ্যের আমদানি ব্যাপক হারে কমে গেছে। এর ফলে সংকট তৈরি হতে পারে, যা পণ্যের দাম আরও বাড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও