নির্বাচনের আগে আনসারকে পুলিশের ক্ষমতা দেওয়া ‘দুরভিসন্ধিমূলক’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৬:২৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আনসার ব্যাটালিয়ন বাহিনীকে পুলিশের ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩ সংসদে তোলা হয়েছে। এ বিল পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।


বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্য বাহিনীগুলোকে সহায়তা দিতে। আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচন সামনে রেখে আনসার বাহিনীকে পুলিশের মত অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও