You have reached your daily news limit

Please log in to continue


অন্যের দয়ার জীবন আয়েশের হতে পারে কিন্তু শান্তির হয় না

আমরা নারী উন্নয়নের কথা বলি, নারীকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখি কিন্তু আদতে আমাদের সমাজের কতজন মানুষ নারীকে সত্যিকার অর্থে স্বনির্ভর দেখতে চান? অথবা কতজন নারী নিজেকে স্বাধীন ও স্বনির্ভর হিসেবে ভাবতে পারেন? বরং দেশের বহু সংখ্যক নারী ও পুরুষ দুজনই মনে করেন নারীকে স্বাধীনতা দেয়া মানে, পরিবার ও সমাজকে উচ্ছন্নে পাঠানো। এমনকি নারী নিজেও হয়তো সেই কথাটাই বিশ্বাস করেন।

শিশুকাল থেকেই পরিবার ও সমাজ মেয়েদের মনে পরনির্ভরতার এমন একটি ধারণা ঢুকিয়ে দেয়, যা মেয়েশিশুর আত্মমর্যাদাবোধ তৈরি হতে দেয় না, বরং শুধু দুর্বল হতে শেখায়। পরিবার তাকে শেখায় তুমি মেয়ে তাই তুমি কোনো কাজ একা করতে পারবে না এবং করা উচিৎ হবে না। মেয়েদের অন্যের সাহায্য নিয়ে দাঁড়াতে হবে, গলা নিচু করে কথা বলতে হবে, তর্ক-বিতর্কে জড়ানো যাবে না, প্রতিবাদ বা প্রতিরোধ করবে না, সবকিছু চুপচাপ মেনে নেবে। সবচেয়ে বড় কথা, সমাজের বেধে দেয়া নিয়ম মেনে একটি মেয়েকে “ভাল মেয়ে” হিসেবে বড় হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন