নির্বাচন নিয়ে নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা, বাড়ছে শঙ্কা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৩:১০

বাংলাদেশের গণতন্ত্র ও আসন্ন নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের বহুমাত্রিক তৎপরতা বেড়েছে। এ বিষয়ে কূটনৈতিক মহলে ভিন্নমত থাকলেও সরকার বিষয়টিকে ভালো চোখে দেখছে না। সরকার পক্ষ বলছে, নির্বাচন সামনে রেখে বিদেশিদের তৎপরতা অতীতের সব ইতিহাস ছাড়িয়ে গেছে। কূটনৈতিক শিষ্টাচার বা ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগও সামনে উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, কূটনীতিকদের এমন তৎপরতায় দিন দিন শঙ্কা বেড়ে চলেছে।


গত কয়েক মাসের নানা ঘটনা পর্যালোচনায় দেখা যায়—নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এমনকি নাগরিক অধিকারের মতো অভ্যন্তরীণ বিষয়ে সরকার ও বিরোধীসহ বিভিন্ন রাজনৈতিক দল বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা নানাভাবে সহযোগিতা চাইছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় কয়েকটি মিশন প্রধান সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। একইভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ঢাকা সফরেও দেশের অভ্যন্তরীণ নানা বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে। বিদেশি কূটনীতিকদের তৎপরতা, মন্তব্য ও বিবৃতি এখন দেশের সাধারণ জনগণেরও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে