পাকিস্তান কেন বিশ্বকাপে বিবর্ণ
আফগানিস্তানের কাছে হারের পর খাদের কিনারে দাঁড়িয়ে পাকিস্তান। আর একবার পা হড়কালেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সমূহ সম্ভাবনা! অথচ বড় প্রত্যাশা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২ নম্বরে অবস্থান তাদের। শাহিন আফ্রিদি-হারিস রউফদের সমন্বয়ে গড়া দলের পেস আক্রমণ যেমন ভীতিজাগানিয়া, তেমনি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। টানা জয়ে টুর্নামেন্টও শুরু করেছিল তারা। কিন্তু এরপরই ছন্দপতন। কিন্তু কেন?
কারণ অনেকগুলো। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে চোটে পড়েছিলেন নাসিম শাহ। তাঁর না থাকাটা একটা চাপ হয়ে গেছে দলের অন্য পেসারদের ওপর। মূল স্ট্রাইক বোলার শাহিন পাঁচ ম্যাচে ১০ উইকেট নিলেও বোলিংয়ের শুরুতেই তাঁর কাছে যে প্রত্যাশা, সেটি তিনি পূরণে ব্যর্থ। ভারতের বিপক্ষে ৩৬ রানে ২ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে ৫ উইকেট নিলেও তা দলের কোনো কাজে আসেনি।