You have reached your daily news limit

Please log in to continue


স্মার্টফোনে জায়গা খালি করবেন যেভাবে

ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি অংশ পূর্ণ হয়ে গেলে স্মার্টফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি হঠাৎ হ্যাং হয়ে যায়। ফোনের জায়গা খালি করে এ সমস্যার সমাধান করা সম্ভব। ফোনে থাকা গুরুত্বপূর্ণ অ্যাপ, তথ্য, ছবি, অডিও-ভিডিও ফাইল মুছে না ফেলে দ্রুত জায়গা খালি করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফোনের ধারণক্ষমতার তথ্য জানা

জায়গা খালির জন্য প্রথমেই ফোনে থাকা অ্যাপ, তথ্য, ছবি, অডিও-ভিডিও ফাইলগুলো কত জায়গা দখল করে রেখেছে, তা জানতে হবে। এ জন্য ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে প্রবেশ করতে হবে। এরপর স্টোরেজ অপশন নির্বাচন করলেই ফোনের ধারণক্ষমতার কত অংশ ব্যবহার হচ্ছে, তা জানা যাবে। ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি তথ্য জমা থাকলে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফেলতে হবে।

গুগল ফটোজ অ্যাপ ব্যবহার

জায়গা খালির জন্য প্রথমেই ফোনে থাকা তথ্য, ছবি, অডিও-ভিডিওগুলো গুগল ফটোজ অ্যাপে সংরক্ষণ করে সেগুলো ফোন থেকে মুছে ফেলতে হবে। এরপর গুগল ফটোজ অ্যাপের মেনুতে প্রবেশ করে ফ্রি আপ স্পেস অপশনে ট্যাপ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন