‘ঢাকায় বেড়ে উঠলেও সব সময়ই লোকগান আমাকে টানত। আমাদের এই ছোট দেশে বিচিত্র লোকগান আছে। সেসব গানকে আধুনিকভাবে তুলে ধরতে চাই,’ প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন তরুণ সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও অভিনয়শিল্পী প্রীতম হাসান।
কোক স্টুডিও বাংলার মঞ্চে ফজলু মাঝির ‘দেওরা’-কে তুলে এনেছেন প্রীতম; সংগীত পরিচালনার পাশাপাশি এই লোকগানে কণ্ঠও দিয়েছেন তিনি। গানটি প্রকাশের পাঁচ মাসের ব্যবধানে ইউটিউব ও স্পটিফাইয়ে প্রায় সাত কোটি বার শোনা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাপিয়ে গানটি মানুষের মুখে মুখেও ছড়িয়ে পড়েছে।
লোকগানের সঙ্গে আধুনিক গানেও নিজেকে শাণিত করছেন প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘বেয়াইনসাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় গানে পাওয়া গেছে তাঁকে।
প্রায় আট বছরের ক্যারিয়ারে গানের ঝুলিকে সমৃদ্ধ করে প্রথমবারের মতো একক কনসার্টে আসছেন প্রীতম। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘দ্য নাইট অব প্রীতম হাসান’ কনসার্ট আয়োজন করছে ফনিক্স কমিউনিকেশন।
You have reached your daily news limit
Please log in to continue
গায়ক না অভিনেতা, কোন প্রীতম এগিয়ে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন