৩০০ আসনে মনোনয়ন পেতে আগ্রহী ইসলামী আন্দোলনের ৯০০ জন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১১:২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনসহ ১৫ দফা দাবিতে দলটি আন্দোলন করছে। এসব দাবি ছাড়াও সংবিধান সংশোধন, ক্ষমতায় ভারসাম্য আনা, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনীব্যবস্থাসহ রাষ্ট্র সংস্কারের ১৯ দফা প্রস্তাব করেছে দলটি। দলের নেতারা বলছেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাঁরা অংশ নেবেন। সে লক্ষ্যে আন্দোলনের পাশাপাশি দলটি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে।


দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলন ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু করেছে। ৩০০ আসনে দলের প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশী নেতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিভাগওয়ারি সাক্ষাৎকারের পর্ব শেষ হয়েছে।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ আজকের পত্রিকাকে বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে। তিনি আরও বলেন, ‘আমাদের সারা দেশে প্রার্থী বাছাই কার্যক্রম শেষ। এবার আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও