কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শঙ্কার মুখে নতুন ১১শ প্রকল্প

যুগান্তর প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৮

অর্থবছরের মাঝপথে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। ফলে বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে অগ্রাধিকারে থাকা প্রায় ১ হাজার ১০০টি নতুন প্রকল্পের অনুমোদন শঙ্কার মুখে পড়েছে। কেননা কোনো কারণে সরকার পরিবর্তন হলে কিংবা এ সরকার আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলেও এগুলোর ভবিষ্যৎ একধরনের অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ হিসাবে তারা বলেছেন, সরকার পরিবর্তন হলে তো কথাই নেই। অনেক ক্ষেত্রে এমপি পরিবর্তন হলেও এদেশে অগ্রাধিকার পরিবর্তন হয়ে যায়। এর অর্থ হলো, প্রকল্প নির্বাচনের সময় যতটা না আর্থসামাজিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়, এর চেয়ে বেশি গুরুত্ব পায় রাজনৈতিক বিবেচনা। নতুন প্রকল্পগুলোর মধ্যে এডিপিতে থাকা অননুমোদিত ৮০২টি, বৈদেশিক সহায়তা প্রাপ্তির সুবিধার্তে রাখা ২১৯টি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ৭৯টি প্রকল্প রয়েছে।


এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মঙ্গলবার যুগান্তরকে বলেন, স্বাভাবিক নিয়মে কোনো আশঙ্কা থাকার কথা নয়। আমরা বা অন্য কেউ, যারাই আসুক, উন্নয়নের স্বার্থে এসব প্রকল্প চালিয়ে যাওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের সংস্কৃতি সেরকম নয়, ভিন্ন। নির্বাচনের মাধ্যমে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাহলে দেখা যাবে তারা অনেক প্রকল্প বন্ধ করবে। অনেক প্রকল্প রাজনৈতিক বিবেচনায় আর নেওয়াই হবে না। ফলে এসব নতুন প্রকল্প নিয়ে একধরনের শঙ্কা তো আছেই। তবে যদি আওয়ামী লীগ সরকার আবারও আসে, তাহলে অগ্রাধিকার খুব বেশি পরিবর্তন হবে না। কেননা আমরাই তো এগুলোর গুরুত্ব নির্ধারণ করেছি। দুই একটিতে ভুলত্রুটি থাকলে প্রয়োজনে সংশোধন বা সংস্কার করে নেওয়ার সুযোগ তো থাকবেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও