কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেউ দেখেনি হাঙ্গামা, তবু থানায় মামলা

সমকাল কদমতলী থানা প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৫০

কেউ দেখেনি দাঙ্গা-হাঙ্গামা, ককটেল বিস্ফোরণের শব্দও শোনেনি কেউ। তবু রাজধানীর কদমতলী থানায় মামলা হয়েছে ৬৭ বিএনপির নেতাকর্মীর নামে। দলটির দাবি, যখন সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলন চলছে, তখন নেতাকর্মীকে গ্রেপ্তার, হয়রানি এবং ভীতি ছড়াতে সারাদেশে এ রকম গায়েবি মামলা জোরদার করেছে সরকার।


মামলার বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলীর পূর্ব জুরাইন কমিশনার মোড়ে ওয়াসা পাম্পের সামনে জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় কয়েকজন গুরুতর জখম হন। নয়ন হোসেন নোমান নামে এক আওয়ামী লীগ কর্মী মামলাটি করেন। তিনি নিজেকে থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পরিচয় দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও