প্রতিকূলতা উপেক্ষা করে সমুদ্রে প্রতিমা বিসর্জন
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৯:১০
বৈরী আবহাওয়া, ঝড়-বৃষ্টি, উত্তাল সাগর, ৬ নম্বর বিপৎসংকেতসহ সকল প্রতিকূলতাকে পদদলিত করে দুই শতাধিক প্রতিমা কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মালম্বীরা। বিশেষ নিরাপত্তায় লাখো মানুষের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ওই জেলা ও আশপাশের কয়েকটি উপজেলার প্রায় দুই শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দেশের সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।