কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কখন, কোথায়, কোন সুগন্ধী ব্যবহার করবেন?

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৯:০৩

মুহূর্তের মধ্যে মন ভালো করতে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে সুগন্ধীর তুলনা হয় না। সঙ্গীকে আকর্ষণ করতে সুগন্ধী দারুণ কাজে দেয়। কিছু সিক্রেট ফর্মুলা রয়েছে যা সুগন্ধীকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। শরীরে এমন কিছু পালস পয়েন্ট রয়েছে যেখানে সুগন্ধী লাগালে তা অনেক বেশি স্থায়ী হয়। আবার কিছু সুগন্ধী রয়েছে যেগুলো যৌন উত্তেজনাকে বাড়িয়ে দেয়।


শরীরের কোথায় লাগাবেন সুগন্ধী?



কনুই: কনুই এমন একটি অংশ যেখানে কেউ পারফিউম লাগান না। এই জায়গায় পারফিউম লাগালে আশেপাশের মানুষের মধ্যে সুগন্ধই ছড়াবে না আপনি নিজেও ফ্রেশ অনুভূতি পাবেন।


গলা ও ঘাড়: গলা ও ঘাড় শরীরের এমনই একটি অংশ যেখানে পারফিউম লাগানোর চল দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষত কাপলরা এই জায়গায় সুগন্ধী লাগাতে পছন্দ করেন।


হাতের কব্জি: হাতের কব্জিতে পারফিউম লাগালে তা অনেক্ষণ থাকে। পারফিউম লাগানোর পর তা কিছুক্ষণ শুকোতে দিন। তার আগে ভালো করে জায়গাটিতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও