ইসরায়েলকে কাতারের আমিরের হুঁশিয়ারি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৮:১০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা ও ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ক্ষেত্রে পশ্চিমারা সমর্থন অব্যাহত রাখায়— ইসরায়েল ও পশ্চিমাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।  


মঙ্গলবার (২৪ অক্টোবর) সুরা কাউন্সিলের সঙ্গে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে একটি বৈঠকে মিলিত হন শেখ তামিম। সেখানে ইসরায়েলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘আমরা বলে আসছি অনেক হয়েছে।’


অপরদিকে ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থনের সমালোচনা করে তিনি বলেছেন, ‘ইসরায়েলকে (ফিলিস্তিনিদের) হত্যা করার শর্তহীন সবুজ সংকেত দেওয়া অগ্রহণযোগ্য। (ইসরায়েলের) অব্যাহত দখলদারিত্ব, অবৈধ বসতির বিষয়টি উপক্ষা করাও গ্রহণযোগ্য নয়।‘

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও