আর্মভিত্তিক পিসি চিপ: ইনটেলকে নতুন চ্যালেঞ্জ এনভিডিয়ার?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৩১
দীর্ঘ সময় ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং চিপ বাজারে একচেটিয়া রাজত্ব করছে এনভিডিয়া। তবে, এখন পিসি চিপ খাতে ইনটেলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য স্থির করেছে কোম্পানিটি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি রয়টার্সকে বলেছেন, এনভিডিয়া গোপনে এমন সিপিইউ বানাচ্ছে, যাতে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমও চলবে। আর এতে ব্যবহার করা হচ্ছে আর্মের প্রযুক্তি।
এনভিডিয়ার নতুন এই অভিযান মূলত মাইক্রোসফটের প্রচেষ্টার অংশ, যেখানে বিভিন্ন চিপ কোম্পানিকে আর্মভিত্তিক প্রসেসর বানাতে সহায়তা করছে সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি। মাইক্রোসফটের এই পদক্ষেপের মূল লক্ষ্য অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা।
গবেষণা কোম্পানি আইডিসি’র তথ্য বলছে, তিন বছর আগে ম্যাক পিসি’র জন্য নিজস্ব আর্মভিত্তিক চিপ এনে বাজারে নিজেদের দখল দ্বিগুণের কাছাকাছি পর্যায়ে নিয়ে গেছে অ্যাপল।