ইসরায়েলে ম্যাক্রোঁ
ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানাতে মঙ্গলবার তেল আবিব পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকের দেওয়া তথ্য অনুসারে, তিনি এই সফরে ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়েও আলোচনা করবেন বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁর কার্যালয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ এবং পশ্চিম তীরের উপনিবেশ বন্ধ করা বিষয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনা করবেন ম্যাক্রোঁ।