পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর
সংসদ সদস্য মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্রা এক মাস আগে আগামী ২৬ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণের কথা জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর ও প্রত্যাহারের তারিখ ৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৬ নভেম্বর।
সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে সেখানে ভোটগ্রহণ হবে বলে জানান ইসি সচিব। এ উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া শনিবার মারা গেলে ওই আসনটি শূন্য হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস আগে