৩ মাস ধরে পানিতে ডুবে আছে আশ্রয়ণ প্রকল্পের ৫৬ ঘর

ডেইলি স্টার ডুমুরিয়া প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৩১

খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পের ৫৬টি পাকা ঘর গত তিন মাস ধরে পানিতে ডুবে আছে। অনেকগুলো ঘর জানালা পর্যন্ত পানির নিচে ডুবে আছে। বাধ্য হয়ে এসব ঘরের শতাধিক মানুষ পাশের এলাকাতে চলে গেছেন।


স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নিচু জায়গায় আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। যে জায়গায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে বছর দশেক আগে নদীর প্রবাহ ছিল।


স্থানীয় ইউপি মেম্বার আব্দুল গফফার গাজী দ্য ডেইলি স্টারকে বলেন, ২০২০ সালে নদীর পাড়ে নিচু জায়গাতে আশ্রয়ণ প্রকল্পটি করার কারণে পানি আটকে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সেসময় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার অনুরোধ করে বলেছিলাম, স্যার এ জায়গাতে ধান চাষ হয়। অনেক নিচু জায়গা এখানে আশ্রয়ণ প্রকল্প করলে অবশ্যই ডুবে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও