![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_358726_1.jpg?t=1698120479)
একদিনে ৪৩৬ ফিলিস্তিনি নিহত, মুক্তি পেল দুই বেসামরিক ইসরায়েলি
বণিক বার্তা
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:৩৪
সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে গতকাল সোমবার (২৩ অক্টোবর) একদিনে ৪৩৬ জন ফিলিস্তিনি নিহতের খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একইদিন দুই ইসরায়েলি নারী বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। খবর আলজাজিরা।
গতকাল সোমবার রাতে দুই বন্দিকে তেল আবিবের হাতে তুলে দিয়েছে হামাস। স্বাস্থ্যগত বিবেচনায় তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানানো হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে মুক্তি পাওয়া বয়স্ক দুই নারীর ছবি প্রকাশ করা হয়। তারা হলেন নুরিত কুপার (৭৯) ও ইয়োশেভেদ লিফশিৎজ (৮৫)।