গাজা ও ইউক্রেনে হামলা: পশ্চিমাদের দ্বিমুখী নীতি

সমকাল প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:০০

টানা ২০ মাস ধরে ইউক্রেনে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে পশ্চিমা দেশগুলো থেকে খুব প্রশংসা কুড়ানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নৈতিকভাবেও অধিষ্ঠিত হতে চেয়েছেন উঁচু স্থানে। তাঁর এই পরিকল্পনা পশ্চিমের বেশির ভাগ দেশে সমাদৃতও হয়েছে। কিন্তু বিশ্বের অন্য অংশে তেমনটা ঘটেনি। অনেক দেশ মনে করে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরাশক্তির দ্বন্দ্ব। তারা মার্কিন নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানানো কিংবা অনেকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন থেকেছে।  


এখন গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলকে বাইডেন প্রশাসনের দৃঢ় সমর্থন ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বব্যাপী জনমত পাওয়ার ক্ষেত্রে ভাটায় পড়েছে যুক্তরাষ্ট্র। খবর নিউইয়র্ক টাইমসের। 


গত বৃহস্পতিবার ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ইউক্রেন ও ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন এক ও অভিন্ন বলে উল্লেখ করেন বাইডেন। গণতন্ত্রের সঙ্গে লড়াইকারী শত্রুদের ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে এবং ইসরায়েল ও ইউক্রেনকে সহযোগিতায় নিজে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও