![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F80994914-8a5a-400e-a768-1d893564eb2c%252F74fe75f5-a3b9-4aa8-9e16-28e1007f99b0.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
টয়োটা চায় ভারতে হাইব্রিড গাড়ির শুল্ক ২১ শতাংশ কমানো হোক
প্রথম আলো
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৩১
হাইব্রিড গাড়ির ওপর থেকে এক-পঞ্চমাংশের মতো শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেছে জাপানি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি ভারত সরকারের সর্বোচ্চ জননীতি প্রতিষ্ঠান নীতি উদ্যোগের কাছে লেখা এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে জাপানি কোম্পানিটি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, চিঠিতে টয়োটা বলেছে যে পেট্রলচালিত গাড়ির তুলনায় হাইব্রিড গাড়ি অনেক কম পরিবেশদূষণকারী। কিন্তু এর বিনিময়ে ভারত সরকারের ভারসাম্যপূর্ণ নীতি সুবিধা পাচ্ছে না এ ধরনের যানবাহন।