You have reached your daily news limit

Please log in to continue


তিন ফিলিস্তিনিকে নগ্ন করে মারধর, সিগারেটের আগুনে ছ্যাঁকা

ফিলিস্তিনের দখল করা পশ্চিম তীরের একটি গ্রাম ওয়াদি আস-সাইক। ইসরায়েলের সেনা ও পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী একদল ইসরায়েলি অস্ত্রের মুখে ১২ অক্টোবর গ্রামটি থেকে হাত–পা বেঁধে তিনজনকে ধরে নিয়ে যায়। পরে দিনভর তাঁদের ওপরে চলে অকথ্য নির্যাতন।

সেদিন ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে তাঁদের ওপর কী নির্মম নির্যাতন হয়েছে, তার বর্ণনা দিয়েছেন সেই তিন ফিলিস্তিনি। ভয়াবহ সে অভিজ্ঞতার কথা জানিয়ে তাঁরা বলেন, হাত বাঁধার পর থেকেই বেধড়ক মারধর করা হতে থাকে তাঁদের। খুলে নেওয়া হয় তাঁদের পরনের জামাকাপড়। নগ্ন করার পর তোলা হয় ছবি। তাঁদের মধ্যে দুজনের শরীরে প্রস্রাবও করে দেওয়া হয়। সিগারেটের আগুনে দেওয়া হয় ছ্যাঁকা। একজনের পায়ুপথে লাঠি ঢোকানোর চেষ্টাও চলে।

একই দিন ইসরায়েলের সেনা ও বসতি স্থাপনকারীরা তিন বামপন্থী ইসরায়েলি অধিকারকর্মীকেও আটক করে। আটক ইসরায়েলিদের তিন ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিন ফিলিস্তিনির ওপর সেদিন সন্ধ্যা পর্যন্ত নির্যাতন চলে। পরে সন্ধ্যায় ছেড়ে দিয়ে পাঠানো হয় রামাল্লার এক হাসপাতালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন