২৮ অক্টোবর জনজীবন স্বাভাবিক দেখতে চায় সরকার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৯:৩১
ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে আগামী ২৮ অক্টোবর জনজীবন ‘স্বাভাবিক রাখার’ নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সামনে আসা সচিবের কাছে প্রশ্ন ছিল, ২৮ অক্টোবর নিয়ে সরকারের কী নির্দেশ আছে।
জবাবে তিনি বলেন, “আমাদের তরফ থেকে সেটা হল, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের জনজীবন যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।”
ডিসিদেরকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।