কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ওই ঘরে মুরগি রাখলে গাড়োয়া ঠ্যাং টানি নিয়া যায়’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৭:৫১

স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশবান্ধব শেড (ঘর) হওয়ার কথা ছিল চৌচালা। করা হয়েছে দো’চালা। চালে দেওয়ার কথা ছিল মেরুন রঙের ০.৪৫৭ মিমি গেজ পুরুত্বে ইন্ডাস্ট্রিয়াল টিন। দেওয়া হয়েছে ০.২৬০ মিমি গেজ পুরুত্বের ইন্ডাস্ট্রিয়াল টিন। টিনের তাপ নিয়ন্ত্রণের জন্য চালে ব্যবহার করা হয়নি ইনসুলেটর। বেড়ায় কেবলমাত্র প্লাস্টিকের জালি দেওয়া হয়েছে। অথচ সেখানে দেওয়ার কথা ছিল প্লাস্টিকে মোড়ানো ১৪ নম্বর গেজ জিআই তারের জালি। ১০ মিমি সাইজের রডের তৈরি দরজা দেওয়ার থাকলেও সেখানে দেওয়া হয়েছে কাঠের দরজা।


এছাড়া ১ ফুট উচ্চতার ১০ ইঞ্চি ইটের গাঁথুনির ৯টি পিলার হওয়ার কথা থাকলেও ৭টি পিলার করা হয়েছে। খুঁটি চারটির নিচে দেওয়া হয়নি কোনো ইট। অথচ প্রতিটি খুঁটির নিচে একটি করে ইট ব্যবহারের নির্দেশনা দেওয়া আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও