ভবদহের জলাবদ্ধতা নিরসন না করে ইপিজেড করা হচ্ছে
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৪:৫৩
নদী প্রবাহ, খাল-বিল, জলাশয় ভরাট করে কোনো স্থাপনা বা শিল্প না করার ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ নির্দেশনার উল্টো পথে হাঁটছেন সরকারি কর্মকর্তারা। যশোরের ভবদহ বিলের একটি অংশ ধলার বিল। প্রায় পুরোটাই ব্যক্তি মালিকানায় থাকা এ বিলে মাছ চাষ করেন স্থানীয় লোকজন। স্থানীয় বাজারের মাছের বড় উৎসও এ বিল। কিন্তু না মানা হচ্ছে পরিবেশের আইন, না মানা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা। যেখানে যুগের পর যুগ মানুষ মাছ চাষ করে আসছেন, এমন একটি বিলেই তৈরি হতে যাচ্ছে যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রস্তাবিত ১ হাজার ৮৯৭ কোটি টাকার যশোর ইপিজেড প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। অনুমোদন হলে এটি হবে দেশের দশম ইপিজেড।