![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F63150558-2d86-4732-b10e-14a60ebf62a0%252Finstagram_reuters.jpg%3Frect%3D0%252C0%252C960%252C540%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.3)
ইনস্টাগ্রামের কমেন্ট বিভাগে যুক্ত হচ্ছে জরিপ সুবিধা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৪:১২
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। নিয়মিত ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করে আয় করার পাশাপাশি তারকাও বনে গেছেন অনেকে। পোস্ট করা ছবি বা ভিডিও সম্পর্কে নিজেদের অনুসরণকারীদের মতামত জানার সুযোগ দিতে কমেন্ট বিভাগে নতুন জরিপ সুবিধা চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
বর্তমানে ইনস্টাগ্রামের স্টোরিজ ও ডিএম (ডিরেক্ট মেসেজ) অপশনের মাধ্যমে জরিপ চালানো যায়। তবে নতুন এ সুবিধা চালু হলে নিজেদের পোস্ট করা সব ছবি ও ভিডিও সম্পর্কে অনুসরণকারীদের মতামত বা পরামর্শ নেওয়া যাবে। এমনকি চাইলে নির্দিষ্ট বিষয়ে অনুসরণকারীদের মনোভাবও জানা যাবে। ফলে জরিপের ফলাফল কাজে লাগিয়ে নতুন কনটেন্ট তৈরি করতে পারবেন নির্মাতারা।