২৮ অক্টোবর বিএনপিকে ঢাকায় বসে পড়তে দেবে না আওয়ামী লীগ
মহাসমাবেশের নামে বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় বসে পড়তে পারে—সরকার ও আওয়ামী লীগ এমনটাই সন্দেহ করছে। আর একবার বসে গেলে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা অচল করে দিয়ে সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ দপ্তর ঘেরাও করতে পারেন। তাই বিএনপিকে সর্বাত্মকভাবে ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীনেরা। বিএনপিকে ঠেকানোর এই কাজ যৌথভাবে করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, বিএনপিকে ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নয়াপল্টনের রাস্তায় তাদের সমাবেশের অনুমতি না দেওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে বিএনপিকে বিকল্প কোনো জায়গা বা রাজধানীর কোনো মাঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিএনপিকে ২৮ অক্টোবরের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
২৮ অক্টোবর দুপুরের পর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রোববার আওয়ামী লীগের পক্ষ থেকেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। দুই দলই সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে।