৮০০ কোটি বছর আগের বিস্ফেরণের সংকেত এল পৃথিবীতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ২৩:৩৫

মহাবিশ্বের অনেক গভীর জায়গা থেকে পৃথিবীতে পৌঁছেছে ক্ষমতাধর এক শক্তিচ্ছটা --এমনই উঠে এসেছে এক গবেষণায়।


ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই দ্রুতগতির রেডিও বিস্ফোরণ পৃথিবীতে পৌঁছাতে সময় লেগেছে আটশ কোটি বছর, যা এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে দূরবর্তী জায়গা থেকে সংকেত পাওয়ার ঘটনা।


এটি এতটাই ক্ষমতাধর যে, সূর্য থেকে যে পরিমাণ শক্তি বেরোতে ৩০ বছর লাগে, এটি থেকে ওই একই পরিমাণ শক্তি বেরিয়েছে এক সেকেন্ডেরও কম সময়ে।


‘ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি)’ বলতে এমন স্বল্পমেয়াদি শক্তির বিস্ফোরণকে বোঝায়, যা মহাশূন্যের অজানা কোনো জায়গার অস্বাভাবিক তীব্র কার্যক্রম থেকে ঘটে থাকে।


এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। তবে, এর সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে বহির্জাগতিক প্রযুক্তি থেকে শুরু করে খসে পড়া নক্ষত্র সব বিষয়ই উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও