কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবারের দুর্গাপূজার সাজ-পোশাক কেমন হবে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ২৩:২৪

সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় ও সামাজিক উৎসব হলো দুর্গাপূজা। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত বাঙালি হিন্দুরা দুর্গাপূজা পালন করেন। একসময় নারীরা দুর্গাপূজা এলে লাল পেড়ে সাদা গরদ কিংবা জামদানিতে সেজে একে অপরের পায়ে আলতা দিয়ে মেতে উঠতো পূজার কাজে।


হিন্দুশাস্ত্র অনুযায়ী, আলতা ও সিঁদুর পবিত্রতার প্রতীক। ধারণা করা হয়, সিঁদুর আলতার লাল আর কাশফুলের সাদা- এই থেকেই এসেছে দুর্গাপূজায় লাল সাদার আধিক্য। তবে এখন পূজার ফ্যাশনে অনেক পরিবর্তন এসেছে। এখনও পূজার ফ্যাশনে লাল, সাদার আধিক্য আছে, তবে এখন নারীরা দুর্গাপূজায় অন্য রঙের পোশাকও পরেন।


সুতি, ভয়েল, দোপিয়ান, মসলিন, গরদ ও বিভিন্ন ধরনের সিল্কের কাপড়ের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজের চাহিদা আছে। আধুনিক, সনাতনী, ঐতিহ্যবাহী যে কোনোভাবেই নিজেকে সাজিয়ে তোলার জন্য বাঙালিদের কাছে দুর্গাপূজা একটি অন্যতম মাধ্যম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও