You have reached your daily news limit

Please log in to continue


আমার গান কম হয়েছে, কিন্তু স্বকীয়তা নষ্ট হয়নি: তপন চৌধুরী

শুরুতে ব্যান্ড, পরবর্তীতে একক কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তপন চৌধুরী। আশি ও নব্বই দশকে তার খ্যাতি ছিল প্রথম সারিতে। উপহার দিয়েছেন কালজয়ী বহু গান। তবে সমসাময়িক অনেকের তুলনায় তার গানের সংখ্যা কমই বটে।

এর পেছনে কারণও রয়েছে। তপন চৌধুরীর মতে, তিনি কখনও বাজে গান করেননি। বুঝে-শুনে ভালো মানের গান করেছেন। আর এটাই তার স্বকীয়তা। তার ভাষ্য, ‘আমার গানের সংখ্যা কম হয়েছে। কিন্তু আমার অস্তিত্ব, স্বকীয়তা তো নষ্ট হয়নি। এজন্য বলি, একটা ভালো গান যদি হয়ে যায়, সারা জীবনে কোটি কোটি টাকা কামালেও, এই গানই আপনাকে বাঁচিয়ে রাখবে। গানটা যেখানে বাজবে, সেখানে বলবে তপন চৌধুরীর গান। এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন