![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/10/22/jaaoyaan.jpg)
দেশে ‘জাওয়ান’ সিনেমার শো সাময়িক বন্ধ
ডেইলি স্টার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ২২:৫৮
গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বলিউডের সিনেমা 'জাওয়ান'। একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সিনেমাটি।
আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
প্রায় দুইমাস সফলভাবে চলার পর আগামী মঙ্গলবার থেকে সাময়িকভাবে দেশের হলগুলোতে বন্ধ থাকবে 'জাওয়ান' সিনেমার প্রদর্শনী।