‘মনের কথা বললে অনেক ম্যাচ নিষিদ্ধ হব’, রেফারিং নিয়ে আনচেলত্তি
রেফারিকে নিয়ে যা বলতে চেয়েছিলেন, তা বলা সম্ভব নয়। তাই নিজের মনোভাব আড়ালে রাখতে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর রেফারির সমালোচনা করতে অস্বীকৃতি জানান রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বরং তিনি বলেন, রেফারি ‘সবকিছু ঠিকঠাক’ করেছেন। তবে রেয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপচারিতায় এই ইতালিয়ান নিশ্চিত করলেন, নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে চান না বলেই রেফারিং নিয়ে খোলামেলা কথা বলতে চান না তিনি।
লা লিগায় রোববার সেভিয়ার মাঠে ১-১ ড্র করে রেয়াল। দ্বিতীয়ার্ধে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দানি কারভাহাল।
ম্যাচের প্রথম ১০ মিনিটে সেভিয়ার জালে দুবার বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি রেয়াল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রেফারি বাস্ক রিকার্দো প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘রেফারি ভালো করেছেন।’ এর পাশাপাশি ‘একজন খেলোয়াড়ের স্বাস্থ্য রক্ষা করার জন্য রেফারি পাল্টা আক্রমণ থামিয়ে দিয়েছিলেন’- এমন মন্তব্যও করেন রেয়াল কোচ।
- ট্যাগ:
- খেলা
- নিষিদ্ধ
- মন্তব্য
- রেফারি
- কার্লো আনচেলত্তি