দেশের বাজারে নতুন মডেলের মনিটর

প্রথম আলো প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৯:০৫

বাংলাদেশের বাজারে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ডাহুয়ার তৈরি নতুন ছয়টি মডেলের মনিটর আনার ঘোষণা দিয়েছে সুরভী এন্টারপ্রাইজ। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে মনিটরগুলো উন্মোচন করেন ডাহুয়া দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জেমস উ এবং পরিচালক (কারিগরি) মার্ক ইয়াং। শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে মনিটরগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশে ডাহুয়ার পণ্য ব্যবস্থাপক নবীউল করিম বলেন, নতুন মনিটরগুলোর মধ্যে ডিএইচআই-এলএম২২-বি২০১এসডব্লিউ, এলএম২৪-বি২০১এস এবং এলএম২৭-বি২০১এস মডেলের মনিটরগুলোতে ১০০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি (হাইডেফিনেশন) আইপিএস ডিসপ্লে সুবিধা রয়েছে। ২১.৫ থেকে ২৭ ইঞ্চি পর্দার মনিটরগুলো ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। বাকি তিনটি গেমিং মনিটর। এলএম২৪-ই২৩১, এলএম২৭-ই২৩১ ও এলএম২৮-এফ৪০০ মডেলের মনিটরগুলোর আকার ২৪ থেকে ২৮ ইঞ্চি। এর মধ্যে এলএম২৮-এফ৪০০ মডেলটি ফোরকে প্রযুক্তির। প্রতিটি মনিটরের সঙ্গেই রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও