সিটি ডেন্টাল কলেজের ডা. সৈকত মারা গেছেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৯:০০

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিটি ডেন্টাল কলেজের (সিডিসি) ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত। ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।রোববার (২২ অক্টোবর) সকালে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় দুর্ঘটনায় আহত হন সিডিসির ১৬তম ব্যাচের এ শিক্ষার্থী। পরে তাকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে নিউরো সায়েন্সেসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।চিকিৎসক সূত্রগুলো জানায়, ডা. সৈকতের স্পাইনাল কর্ড ও ফ্রন্টাল বোনসসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে (নিন্স) নেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও