পূজায় ‘সুপ্তকাহনে’র শাড়িতে বিশেষ ছাড়

সমকাল প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৮:০০

দুর্গাপূজার প্রধান পোশাক হিসেবে নারীদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে শাড়ি। দুর্গাপূজায় শাড়ির রঙের বাহারে প্রাধান্য পায় সিদুর লাল, শুভ্র সাদা কিংবা লাল সাদার কম্বিনেশন। এই বিষয়গুলো মাথায় রেখে অনলাইন ফ্যাশন হাউস ’সুপ্তকাহন’ এই পূজায় এনেছে বাহারি শাড়ির সমাহার। তাঁতের শাড়িতেও পূজার রঙ ও সাজকে প্রাধান্য দেয়া হয়েছে।


এছাড়াও থাকছে নানান রঙের কামিজ ও লেহেঙ্গা। পূজা উপলক্ষে দেশের বাইরে থেকেও নানা ধরনের শাড়ি নিয়ে এসেছে ফ্যাশন হাউসটি। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান কাঞ্চিপুরাম শাড়ি, কাতান শাড়ি যা সরাসরি আমদানি করা। পূজা উপলক্ষে ফ্যাশন হাউসটি শাড়ির উপর দিচ্ছে বিশেষ ছাড়। ‘সুপ্তকাহন’এর পণ্য থেকে দেশের যেকোনো স্থানে ডেলিভারি করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও