এবার ‘গায়েবি’ সাক্ষ্যের উদ্যোগ?
দেশে ‘গায়েবি’ বা বানোয়াট মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। পুলিশের মাধ্যমে এমন অসংখ্য মামলা বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কিছু মামলায় শাস্তিও প্রদান করা হয়েছে।
গায়েবি মামলায় অনেক সময় সাক্ষ্যও হয় গায়েবি বা বানোয়াট ধরনের। এবার সে ধরনের গায়েবি সাক্ষ্য প্রদান বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলা ট্রিবিউন এর ১৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে এমন ধারণাই পাওয়া যায়। নুরুজ্জামান লাবুর তৈরি প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে, ‘মামলায় “যথাযথ” সাক্ষ্য না দিলে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা’।
- ট্যাগ:
- মতামত
- বানোয়াট
- গায়েবি মামলা