চরবাসীর স্বাস্থ্য বঞ্চনা

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৭:৫১

দেশের স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের উল্লেখযোগ্য একটা অবদান হইল কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছাইয়া দেওয়া। নিয়ম অনুযায়ী, এই ক্লিনিকসমূহে সেবাপ্রত্যাশীরা প্রশিক্ষিত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার বা সিএইচপিসির নিকট হইতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পাশাপাশি অন্তত ২৭ প্রকার ঔষধও পাওয়ার কথা। উপরন্তু গ্রামীণ নারীদের সার্বিক প্রজনন স্বাস্থ্যসেবা, বিশেষত প্রসবপূর্ব (প্রতিষেধক টিকাদানসহ) ও প্রসব-পরবর্তী (নবজাতকের সেবাসহ) সেবা প্রদানও ক্লিনিকসমূহের অন্যতম লক্ষ্য।


দুঃখজনকভাবে মূল ভূখণ্ডের অনেক স্থানে এই স্বাস্থ্যসেবা মোটামুটি মিলিলেও বিভিন্ন উপকূলীয় বা দুর্গম চরে উহা প্রায় বিরল। উদাহরণস্বরূপ শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনের কথা বলা যায়, যথায় কুড়িগ্রাম জেলার চার শতাধিক চরের করুণ স্বাস্থ্যসেবার চিত্র তুলিয়া ধরা হইয়াছে। প্রতিবেদন অনুসারে, জেলার মাত্র ৫০টি চরে বর্তমানে কমিউনিটি ক্লিনিক রহিয়াছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও