![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F312e2e05-4ade-48b8-b805-d8e08c320e5e%252Fsenior_woman_with_medical_problems.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.3)
আঙুলে ছোট ছোট গোটা হয়, চুলকায়, কী করব
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৫:১৫
অনেক সময় কারও কারও হাতে ছোট ছোট গুটি বা ফুসকুড়ির মতো ওঠে। মাঝেমধ্যে খুব চুলকায়, চুলকালে ফেটে যায় বা পানির মতো বের হয়, অনেকাংশে ঘা হয়ে যায়। অনেক রোগী আবার চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন বা কবিরাজি ওষুধ খান, যা সমস্যা আরও বাড়ায়।
কী কী কারণে আঙুলে গোটা হয়
স্কিনের বিভিন্ন ইনফেকশন থেকে এ রকম সমস্যা হতে পারে। অ্যালার্জির মতো সাধারণ সমস্যায় এ রকম অনেকাংশে দেখা যায়। আবার একজিমা নামক একটি চর্মরোগেও এ রকম প্রায়ই আমরা দেখতে পাই।
স্কেবিস নামে একটি ছোঁয়াচে রোগ আছে, যে রোগে এ রকম ঘটনা ঘটে এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ হাতে লাগলেও হয়। ফাঙ্গাসজনিত সংক্রমণেও এ রকম ঘটনা ঘটে। এ ছাড়া চামড়া খুব শুকনা থাকার কারণে এ রকম পরিবর্তন হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য সচেতনতা
- আঙ্গুল