সবাই করে নবীনবরণ, আমরা ব্যাঙাচিবরণ
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৩:১২
ব্যাঙাচিবরণ মূলত নবীনবরণেরই আরেক নাম। প্রতিবছর নবীনদের বরণ করে নেওয়ার জন্য আমরা একটি আয়োজন করি। সবাই মিলে একটা নাম ঠিক করি। এ ক্ষেত্রে ঋতুকে প্রাধান্য দেওয়া হয়। এবার যেহেতু বর্ষাকালের শেষে আয়োজনটি করা হয়েছে, তাই ব্যাঙাচিবরণ নামটিই জয়লাভ করেছে। সব প্রস্তুতি শেষ করে অনুষ্ঠান আয়োজন করতে করতে বর্ষা পেরিয়ে শরৎ এসে পড়েছে। তবে এখনো ঝড়বৃষ্টির আমেজ থাকায় আমাদের নামকরণটা সার্থকতা পেয়েছে।
১২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ আয়োজন। সকাল ১০টায় শুরু। আর শেষ হয় বেলা ৩টায়। নবীনবরণের নিয়ম হলো, পূর্ববর্তী ব্যাচ তার পরের ব্যাচকে বরণ করে নেবে। সেই হিসাবে আমরা নবম আবর্তনের পক্ষ থেকে চারুকলার দশম আবর্তনকে বরণ করে নিই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
www.ajkerpatrika.com
| কুমিল্লা
৯ মাস, ১ সপ্তাহ আগে