শেয়ারবাজার: লভ্যাংশ ঘোষণার প্রভাব শেয়ারের দামে
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচক ও শেয়ার কেনাবেচা বৃদ্ধির ধারায় রয়েছে। প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার বেশি দামের শেয়ার। এ সময় স্টক একচেঞ্জের প্রধান সূচক দুই পয়েন্টের বেশি বেড়েছে।
এখন পর্যন্ত লেনদেনের যে ধারা দেখা যাচ্ছে, তাতে বিমা খাত ভালো অবস্থানে রয়েছে। এ ছাড়া খাদ্য খাতের কোম্পানিগুলোও ভালো করছে। লেনদেনে শীর্ষ পাঁচ কোম্পানির বেশির ভাগই কিছুদিন ধরে দাপুটে অবস্থানে ছিল। আজকেও সেই প্রবণতা দেখা গেছে।
গত বৃহস্পতিবার বেশ কিছু কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে কোম্পানিগুলো গত জুনে শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে। সেসব লভ্যাংশ ও আর্থিক প্রতিবেদনের তথ্য আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করে কোম্পানিগুলো। তাতে দেখা যাচ্ছে, যেসব কোম্পানি ভালো লভ্যাংশ দিয়েছে, তাদের কারও কারও ক্ষেত্রে শেয়ারের দামে প্রভাব পড়েছে।