হাঁকডাকেই শেষ সড়ক নিরাপত্তা, থামছে না মৃত্যুর মিছিল
কর্তৃপক্ষের নজরদারির অভাব, অদক্ষ চালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা, মাদক আর অব্যবস্থাপনায় সড়কে চলছে মৃত্যুর মিছিল। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় সড়কে ঝরছে প্রাণ। দিনের পর দিন যেন সড়কে বেড়েই চলছে প্রাণহানি। এতকিছুর পরও যেন কেউ দেখেও দেখছে না। প্রতিবছর দেশে গড়ে চার থেকে পাঁচ হাজার বা এর চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় সড়কে। আহত হওয়ার সংখ্যাও কম নয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণের পর খোঁজ রাখে না কেউ। দিবস এলেও নিরাপদ সড়কের দাবি পোশাকি পালনের মধ্যেই থাকে সীমাবদ্ধ। আদতে সড়ক থেকে যাচ্ছে সেই অনিরাপদ।
সবার জন্য সড়ক নিরাপদ করতে চার বছর আগে ২০১৮ সালে বড় ধরনের আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে তখন সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়ে নানা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর অবশ্য কিছু পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। শিক্ষার্থীদের আন্দোলনের পর চার বছর পর হলেও নিরাপদ হয়নি সড়ক।