![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F7f1a3e7c-0ca5-48e2-8093-31302250c771%252FScreenshot_2023_10_21_185219.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D700)
‘চার্লি’ অভিনেত্রী পার্বতীকে নিয়ে পাঁচ তথ্য
প্রথম আলো
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ২১:৩৫
‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’র মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেত্রী পার্বতী তিরুবত। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে একটি বলিউডের সিনেমায়ও কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
২০০৬ সালে মালয়ালম সিনেমা ‘আউট অব সিলেবাস’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। এতে ছোট একটি চরিত্রে পাওয়া গেছে তাঁকে। মাঝে আরও দু–একটি সিনেমায় কাজ করলেও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেঙ্গালুরু ডেজ’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি