বাফুফের দেনা কোটি, তবুও চলছে বোনাস
চলতি বছর মার্চে আর্থিক সংকটের কারণে সাবিনাদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার পাঠায়নি বাফুফে। আর্থিক সংকটে থাকা বাফুফে সাম্প্রতিক সময়ে জাতীয় ফুটবলারদের বোনাস সংস্কৃতি চালু করেছে। সাফের সেমিফাইনালে খেলায় ৫০ লাখের পর এবার মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠায় ৬০ লাখ বোনাস পাচ্ছেন জামালরা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মালদ্বীপকে হারালে বড় অঙ্কের বোনাসের ঘোষণা আগেই দিয়েছিলেন। তাই আজ বাফুফের জরুরি সভা ছিল বোনাস সংক্রান্ত বিষয়ে। বাফুফের কমিটির অনেকেই এই বোনাস সংস্কৃতির বিপক্ষে ছিলেন। যদিও শেষ পর্যন্ত নির্বাহী কমিটির সভায় ৬০ লাখ টাকা বোনাস প্রদানের বিষয় অনুমোদিত হয়েছে।
সবমিলিয়ে তিন মাসের মধ্যে জামাল ভূইয়াদের জন্য এক কোটি ১০ লাখ টাকা বোনাস। জাতীয় ফুটবলারদের জন্য আকস্মিকভাবে এত বোনাস কেন? এমন প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'এটা বিশ্ব ফুটবলের কালচার। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলব তারা আরো বেশি পায়।’ বাফুফে সভাপতি এটি সংস্কৃতি বললেও বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠা দক্ষিণ এশিয়ার নেপাল, পাকিস্তানের ফেডারেশনের এমন ঘোষণা দেখা যায়নি।