You have reached your daily news limit

Please log in to continue


সিনেমার প্রচারে মহাত্মা গান্ধীকে নিয়ে দেবের বিস্ফোরক বক্তব্য

এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় টালিউডে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। এসব সিনেমার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা দেবের ‘বাঘাযতীন’। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন দেব।

সিনেমার প্রচারে গিয়ে দেব বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘সিনেমায় ৯২টি চরিত্র রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় বাঘাযতীনের নাম স্থান পেয়েছে। কিন্তু এদের বেশিরভাগের নাম বইয়ের পাতায় নেই। স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা মাত্র চার-পাঁচ জনকেই মনে রাখি। বাঘাযতীনের চরিত্রে আমি অভিনয় করছি বলে কাউকে ছোট করছি না।’

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য দেন দেব। এতে তিনি বলেন ‘ব্রিটিশদের সবচেয়ে ডাকসাইটে অফিসার চার্লস টেগাট নিজের আত্মজীবনীতে লিখেছেন, বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না। জাহাজ যদি বুড়িবালামে পৌঁছে যেত, তাহলে এক-দুই বছরের মধ্যে স্বাধীনতা পেত ভারত। ওই অস্ত্র জার্মানি থেকে দেশে এসে পৌঁছালে ১৯১৫-১৯১৭ সালের মধ্যে ভারত স্বাধীন হত। শুধু বাঙালি কেন, এ ঘটনা সবার জানা উচিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন