কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে সহিংসতা করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার

প্রথম আলো প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৬:৪৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।


মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া মেট্রোরেল পুলিশের (এমআরটি) কার্যক্রম পরিদর্শন শেষে আজ শনিবার দুপুর ১২টার দিকে উত্তরা উত্তর মেট্রোস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান এ কথা বলেন।


বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।


ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হয়, এ মহাসমাবেশ ঘিরে যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কীভাবে সামাল দেবে পুলিশ। এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধানে যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল–মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু ২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, ঢাকা ২ কোটি ২৪ লাখ মানুষের জানমালের নিরাপত্তার শঙ্কা দেখা দেয়, ডিএমপি তা কঠোর হস্তে দমন করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও