সপ্তমীতে সাজবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৬:৩৭
শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ মহাসপ্তমী। ছোট-বড় সবার মনেই দুর্গাপূজা নিয়ে থাকে নানা জল্পনা-কল্পনা।
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী এই পাঁচদিন সবাই সাজেন ইচ্ছেমতো। ষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরুর পর দ্বিতীয় দিন উদযাপিত হয় সপ্তমী। এদিন সাজবেন কীভাবে, চলুন তবে জেনে নেওয়া যাক-
সপ্তমীর পোশাক হতে পারে দেশি কিংবা পাশ্চাত্য ঢঙের। যেহেতু এখন আবহাওয়া প্রচণ্ড গরম, তাই পোশাকের দিকে বিশেষ নজর রাখুন। হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। হালকা নীল, আকাশি, সি-গ্রিন বা মভ কালারের পোশাক নির্বাচন করুন।
পূজায় হাঁটাহাঁটি করতে হলে হ্যান্ডলুম শাড়ির থেকে ভালো আর কিছুই হয় না। এদিন লাল-সাদার পাশাপাশি পছন্দের রঙের শড়ির সঙ্গে ম্যাচিং বা কন্ট্রাস্ট ব্লাউজ পরতে পারেন। হ্যান্ডলুম শাড়ির সঙ্গে অক্সিডাইজড গয়না দারুণ মানিয়ে যায়।
- ট্যাগ:
- লাইফ
- শারদীয় দুর্গোৎসব
- পূজার সাজ