কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চাঁদপুরে বেড়েছে মাছের দাম

ইলিশ আহরণে নিষেধাজ্ঞা থাকায় চাঁদপুরে বেড়েছে অন্যান্য মাছের দাম। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা থাকায় এ অবস্থা বিরাজ করছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।

চাঁদপুরের বাজারগুলোয় চিতল ৫০০-৫৫০ টাকা, চিংড়ি ৭০০-১১০০, চাষের পাঙাশ ২২০-৩০০, নদীর পাঙাস ৪৫০-৮০০, কৈ ৩৫০-৪০০, তেলাপিয়া ১৮০-২৫০, পোয়া মাছ ৩০০-৪০০, শিং ৪০০-৫৫০ টাকা ও পাবদা ৪৫০-৫৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ সময় বাজারে কোরালসহ সাগরের বিভিন্ন মাছও বিক্রি হতে দেখা যায়। কোরাল ১০০০-১ হাজার ১০০ টাকা, সুরমা ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মোবারক ও কবির জানান, এখন আগের চেয়ে সবকিছুতেই খরচ বেড়েছে। মাছের খাবারের দাম, পরিবহন খরচ, আড়তদারিও বেড়েছে। ২২ দিনের অভিযান চলার সময় দেশী বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করবেন তারা। ইলিশ শিকার বন্ধ হওয়ায় অন্যসব মাছের দাম কিছুটা বেড়েছে।

এদিকে ইলিশ ধরা, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা থাকায় কিছুটা শূন্যতা দেখা দিয়েছে বাজারে। এজন্য মাছের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন