ভৌতিক কণার খোঁজে চীনা টেলিস্কোপ

প্রথম আলো প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১০:৫২

ভৌতিক কণা খুঁজতে বিশ্বের বৃহত্তম আন্ডারওয়াটার টেলিস্কোপ তৈরি করছে চীন। চীনের বিজ্ঞানীরা তৈরি করছেন ট্রপিক্যাল ডিপ-সি নিউট্রিনো টেলিস্কোপ। সংক্ষেপে ট্রাইডেন্ট নামে ডাকা হচ্ছে পানির নিচের এই টেলিস্কোপকে। সমুদ্রতলের নিচে থেকে আলোর ক্ষণিকের ঝলকানি পরীক্ষার মাধ্যমে মহাজাগতিক রশ্মির উত্স অনুসন্ধান করবে টেলিস্কোপটি।


চীনের নতুন নিউট্রিনো শনাক্তকারী এই যন্ত্র সমুদ্রপৃষ্ঠের সাড়ে ১১ হাজার ফুট নিচে অবস্থান করবে। চীনা ভাষায় এই টেলিস্কোপের নাম দেওয়া হয়েছে হাই লিং, যার বাংলা অর্থ সমুদ্রের ঘণ্টা। পশ্চিম প্রশান্ত মহাসাগরের সমুদ্রতটে নোঙর করা থাকবে টেলিস্কোপটি। ২০৩০ সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এই টেলিস্কোপ। অধরা সব কণার খোঁজে সমুদ্রের গভীর থেকে কাজ করবেন বিজ্ঞানীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও